হোম পেইজ শুধু কুমিল্লার জন্য

কুমিল্লা ট্রমা সেন্টার

কুমিল্লা ট্রমা সেন্টার

রানীর বাজার রোড, কুমিল্লা।

ইমার্জেন্সী : 1766 556655
ডায়গনষ্টিক সেবা:

বহিঃবিভাগঃ সকল বিভাগে রয়েছে একাধিক অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক এবং অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন চিকিৎসা সেবা প্রদান করে আসছে।  


আন্ত বিভাগঃ যে কোন প্রকার অপারেশন ও জটিল রোগের চিকিৎসা সেবা অত্যন্ত যত্ন সহকারে অভিজ্ঞ ও প্রশিক্ষন প্রাপ্ত এবং সেরা ডিগ্রীধারী চিকিৎসকের অধিনে হয়। 


রোগের পরিক্ষাঃ কুমিল্লার বড় প্যাথলজি ল্যাব রয়েছে, যেখানে নিজস্ব ল্যাবে সব ধরনের অত্যাধুনিক টেস্ট করা হয় । নিজস্ব ল্যাবরেটরি-তে টেস্ট কারায়, টেস্টের রিপোর্ট জানতে অপেক্ষা করতে হয় না।

বিভিন্ন প্রকার রোগ নির্ণয় করা হয় ঃ – এক্স-রে, ডিজিটাল ওপিজি, ইটিটি, ডিজিটাল মেমোগ্রাফী, ইসিজি, ইইজি, ইএমজি, ইকো, কালার ডপ্লার, আট্রা,সকল প্রকার ব্লাড টেস্ট, কল্পোস্কোপি, লেপারোস্কপি, বিএমটি, সিটি-স্ক্যান ও এমআরআই রোগ নির্ণয় ব্যবস্থা।


হাসপাতাল সংক্রান্ত তথ্য:

যে যে অপারেশনঃ

যে কোন অপারেশনের জন্য সবচেয়ে দক্ষ মেডিক্যাল টিম, 24 ঘন্টা সক্রীয় OT ও সুরক্ষিত হসপিটাল ।

অত্যাধুনিক সরন্জামে সুসজ্জিত ও সার্বক্ষনিক কেয়ার টিম দ্বারা পরিচালিত ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিবির পরিচর্যা করা হয়।

বিশেষ চিকিৎসাঃ


প্রতিটি বিভাগে রয়েছে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক টিম। যার ফলে যে কোন জটিল রোগের তাৎক্ষানিক সেবার জন্য সিদ্ধান্ত গ্রহনে দক্ষ। সেবার মান ও অভিজ্ঞতার সমন্বয় ঘটিয়ে তাৎক্ষনিক চিকিৎসা।


আইসিউ ও সিসিউ ব্যবস্থা যার ফলে তাৎক্ষনিক স্পেশাল সেবার জন্য টিম প্রস্তুত। 

বিশেষ সুবিধা:











সুবিধা সমুহঃ


অত্যাধুনিক ইমার্জেন্সি চিকিৎসা সেবা।

নিজস্ব ডাক্তার পরিবহন।

নিজস্ব এম্বুল্যান্স ব্যবস্থা।

নরমাল ও লাক্সজারী কেবিন

২৪ ঘন্টা চিকিৎসক 

একাধিক অত্যাধনিক অপারেশন থিয়েটর।

নিজস্ব জেনারেটর

লিফট ব্যবস্থা

পরিস্কার ও মনোরম পরিবেশ

কেন্টিন ব্যবস্থা